পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন করোনা ভাইরাস সংক্রমনে সচেতনতামূলক প্রচার প্রচারণ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কাউখালী সাপ্তাহিক হাটের দিনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বার বার সতর্ক করা সত্বেও দোকান খোলা রেখে লোকজনকে ভীড় করে দ্রব্য মূল্য বিক্রি করার অপরাধে দক্ষিন বাজারে দুই বেকারী ব্যবসায়ীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোবাইল কোর্টের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখাকে ব্যাপক সহযোগীতা করছেন কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলাম। এ ছাড়া গণ জমায়েত ও বিভিন্ন স্থানে আড্ডা, রাস্তায় একের অধিক লোক হাটাচলা না করার জন্য অনুরোধ করেন। এবং উপজেলার বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে সচেতনামূলক মাইকিং অব্যাহত রেখেছেন।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।