বোরহানউদ্দিনে দোকান খোলা রাখার সময়সূচী পূণনির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৭শে মার্চ ২০২০ ১০:১২ অপরাহ্ন
বোরহানউদ্দিনে দোকান খোলা রাখার সময়সূচী পূণনির্ধারণ

ভোলার বোরহানউদ্দিনে অর্নিদিষ্টকালের জন্য উপজেলার সকল বাজারের দোকান-পাট খোলা রাখার সময়সূচী পূণনির্ধারণ করেছে। নতুন সময়সূচী অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান ও কাচাবাজার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। শুধু ঔষধের দোকান এর আওতায় পড়বেনা।  তবে অন্যান্য    দোকান পূর্বের ঘোষণা অনুযায়ী যথারীতি বন্ধ থাকবে। 

শুক্রবার রাতে জেলা প্রশাসনের বরাত দিয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী নতুন সময়সূচীর সত্যতা স্বীকার করে জানান,করোনা ভাইরাসের বিস্তার রোধে বাড়তি সতর্কতা হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই সময়সূচী বলবৎ থাকবে। যদি কেউ এর ব্যাত্যয় ঘটায় তাহলে তাকে জেল-জরিমানার জন্য প্রস্তুত থাকতে হবে। শনিবার থেকে প্রশাসন বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে। 

ইনিউজ ৭১/ জি.হা