পরিবহন চলাচল করবে সীমিত আকারে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ১২:০৯ অপরাহ্ন
পরিবহন চলাচল করবে সীমিত আকারে : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চলমান ছুটি আরও বাড়ানো হবে। তবে পরিবহন (গণপরিবহন) সীমিত আকারে চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

ছুটি ৯ এপ্রিল বাড়াতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেটা বাড়ানোর সাথে সাথে আমাদের সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য আমরা চিন্তা-ভাবনা করে বলব, কোন কোন ক্ষেত্রে আমরা সেটা ছাড় দেব, চালু রাখা দরকার।’তিনি আরও বলেন, ‘যোগাযোগের (পরিবহন) শ্রমিক শেণি যারা আছেন তারাও যাতে কষ্ট না পায় তাদের তালিকা আমি ইতোমধ্যে করতে বলেছি। তাদের যেভাবে সাহায্য দরকার, আমরা সেই সাহায্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করব।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরবরাহ ব্যবস্থা এভাবে থাকবে যেন দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকে, মানুষের আওতার মধ্যে থাকে। সেটা আমাদের নিশ্চিত করতে হবে। কারণ মানুষের দুর্ভোগের সুযোগ নিয়ে অযথা দাম বাড়িয়ে মুনাফা নেয়া এটা আসলে অমানবিক হবে। আমি বিশ্বাস করি আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন।’

ইনিউজ ৭১/ জি.হা