চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে চাল ৫ কেজি, তেল ১ কেজি, পেঁয়াজ ২ কেজি, আলু ২ কেজি।খাদ্যসামগ্রী বিতরণকালে চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরবন্দি প্রথম ধাপে কর্মহীন ৫০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।পরবর্তীতে এ ধরনের সহায়ত অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।