করোনার লক্ষণ নিয়ে আমতলীর আ. লীগ সভাপতির মৃত্যু
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
এদিকে মৃত্যুর পর তার নিজ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। যানা গেছে প্রায় দশ দিন ধরে জ্বরসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
তিনি পটুয়াখালী হসপাতালে ডাক্তার দেখিয়ে ছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইইডিসিআর এ পাঠানো হয়েছে। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই তিনি আজ ইন্তেকাল করেন।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, মরহুমের নমুনা সংগ্রহ করে আগেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার পরিবারসহ বৃহত্তর স্বার্থে তার বাড়ি লকডাউন থাকবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।