অসাধু ব্যবসায়ীদের ধরতে তৎপর ভোক্তা অধিকার
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পাইকারি বা খুচরা ব্যবসায়ী যাতে ক্রেতাদের ঠকাতে না পারে সেজন্য তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তর বলছে, ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের কাছ থেকে বেশি মূল্য নিতে না পারে সে জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, আমাদের নিয়মিত তদারকির অংশ হিসেবে রাজধানীর শান্তিনগর, এজিবি কলোনি ও ফকিরাপুল বাজার পরিদর্শন করা হয়েছে। এসময় এজিবি কলোনি বাজারে বাছির স্টোরকে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মিরপুর-১০, এজিবি কলোনি এবং ফকিরাপুল এলাকায় টিসিবির ট্রাক সেলও পরিদর্শন করা হয়েছে বলে জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।