‘রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’র উদ্যোগে গুলবাগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১২ই এপ্রিল ২০২০ ০৮:০৬ অপরাহ্ন
‘রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’র উদ্যোগে গুলবাগে খাদ্যসামগ্রী বিতরণ

“রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ” এর দুঃস্থ ও অসহায় মানুষজনের মাঝে চলমান খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম এর অংশ হিসাবে অদ্য ১১ এপ্রিল ২০২০, শনিবার বিকাল ০৩ ঘটিকা থেকে  ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাস্থিত দক্ষিন সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের গুলবাগ এলাকায় দিনমজুর, রিক্সাচালকসহ নিম্ন আয়ভুক্ত ২৭০ টি তালিকাভুক্ত পরিবারের নিকট জরুরী খাদ্য সামগ্রী বিতরন করা হয়। 

রোটারিয়ান জনাব মোঃ আল আমিন অরুন এর সার্বিক ব্যবস্থাপনায় এবং জনাব মঈনুল হাসান খান (রানা) এর তত্ত্বাবধানে তালিকাভুক্ত প্রতিটি পরিবারের নিকট সরকার নির্দেশিত ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছেঁ দেয়ার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়েছে।

উক্ত খাদ্য সামগ্রী বিতরনকালে রোটারী নেতৃবৃন্দছাড়াও স্থানীয় ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মামুনুর রশীদ শুভ্র উপস্থিত থেকে বিতরন কার্যক্রম তদারকী করেন।

“রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ” এর অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর খাদ্য সামগ্রী বিতরণ কাজ সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পাদনের জন্য রোটারিয়ানবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কে অন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেনl তিনি দেশের এই বিরাজমান অনিশ্চিত পরিস্থিতিতে সকলের সম্মিলিত প্রয়াশের উপর গুরুত্বারোপ করে সকলকে ঐকবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব