সরাইলে ৬ দোকানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে এপ্রিল ২০২০ ১০:৫১ অপরাহ্ন
সরাইলে ৬ দোকানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সরাইলে সরকারি আদেশ অমান্য করে কাপড়, ইলেকট্রনিকস, প্লাস্টিক ও স্টিলের দোকান  খোলা রাখায় ছয়জনকে অর্থ জরিমানা করে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) সকালে সরাইল উপজেলার সদরে কাপড়ের, ইলেকট্রনিকস, প্লাস্টিক ও স্টিলের দোকান খোলা রাখার দায়ে ৬জন ব্যবসায়ীকে ২ হাজার করে ১২ হাজার টাকা জরিমানা করেছেন  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাইল এসিল্যান্ড ফারজানা প্রিয়াঙ্কা জানান, সরকারি আইন অমান্য কারিদের বিরুদ্ধে এ অভিযান চলবে।

এসময় সরাইল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারি সদস্যগণ উপস্থিত ছিলেন।এদিকে সরাইল বাজারে মনিটরিং করে সামাজিক দূরুত্ব বজায় রেখে সকলকে কেনা-কাটার আহ্বান জানান সরাইল উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব