ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, উদ্ধার করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই মে ২০২০ ০৭:৪৫ অপরাহ্ন
ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, উদ্ধার করলেন ইউএনও

ইন্দুরকানী উপজেলার  বালিপাড়া ইউনিয়নের কলারণ জাপানী ব্যারাকে এক ভারসম্যহীন নারী আজ ভোর রাতে একটি ফুট ফুটে সন্তান  জন্মদেন। ঘটনাটি জানার পরে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার প্রসূতী ও নবজাতকে উদ্ধার করে নিজ গাড়িতে করে হাসপাতালে পাঠাল। 

১৪ মে সকালে বালিপাড়া ইউপি সদস্য আঃ হাই  উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহীদকে ঘটনাটি জানালে তিনি এলাকায় গিয়ে প্রসূতি ও নবজাতকে উদ্ধার করেন। এ সময় তার সাথে ছিলেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিন উল ইসলাম ও কয়েক জন  স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। ঘটনাটি পিরোজপুর জেলা সিভিল সার্জন মহোদয়কে জানানো হয়েছে এবং নব জাতক ও প্রসূতীকে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

এলাকার বহু উৎসুক মানুষ সকাল থেকেই বাচ্চাটি নেওয়ার জন্য  চেষ্টা করেণ। প্রসূতী মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাচ্চাটি হারিয়ে যাওয়ার ভয় ছিলো তাই উপজেলা নির্বাহী অফিসার নিজেই তাদের চিকিৎসার জন্য পিরোজপুর হাসপাতালে তার নিজ গাড়িতে করে পাঠিয়ে দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব