করোনার প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৯শে মে ২০২০ ০৫:২৮ অপরাহ্ন
করোনার প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ

কুমিল্লার চান্দিনা উপজেলার পিহর গ্রামের প্রবাসী ও সমাজকর্মীদের যৌথ উদ্যোগে নিজ গ্রাম করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে।

গ্রামের লোকজন যেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে গ্রামের বাহিরে যেতে না হয়, সেজন্য গ্রামে মানবতার বাজার নামে একটি অস্থায়ী বাজার প্রতিষ্ঠা করা হয়। যেখানে চাল, ডাল, তেল, লবন, মাছ, শাক-সবজি ও ঈদ সামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় সকল কিছু পাওয়া যাচ্ছে বাজার মূল্যের অর্ধেক দামে, তবে তা নির্দিষ্ট পরিমাণে। যাদের সামর্থ্য নেই তাদের বিনামূল্যে এসব সামগ্রী সরবরাহ করা হচ্ছ। 

গ্রামের মানুষদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিন্তে অত্র গ্রামের মেডিকেল পড়ুয়া ৬ জন ছাত্র ও ৩ জন বিশেষজ্ঞ  ডাক্তারের সমন্বয়ে তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে করা হয়েছে বিশেষ টিম। এই মানবতার বাজার করোণা মহামারী শেষ  না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানান আয়োজক কমিটি৷  

ইনিউজ ৭১/টি.টি. রাকিব