পিরোজপুরে করোনা প্রতিরোধে গনপরিবহনে সচেতনা মূলক প্রচারনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৬ই জুন ২০২০ ০৮:০৪ অপরাহ্ন
পিরোজপুরে করোনা প্রতিরোধে গনপরিবহনে সচেতনা মূলক প্রচারনা

পিরোজপুর শহরে শনিবার দুপুরে স্টেইজ ফর ইয়ূথ এর উদ্যোগে জেলা বাস টার্মিনালে যাত্রীদের করোনা মহামারী সম্পর্কে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয় ।

এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন । অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান , অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন , সিভিল সার্জন ডাঃ ইউসুফ হাসনাত জাকি, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাছিম আলী, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু প্রমুখ। এ সময়ে উপস্থিত যাত্রীদের গন পরিবহনে করোনা প্রতিরোধ সম্পর্কে সচেতনামূলক প্রচার-প্রচারণা এবং যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন অনা ইসলাম।