বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বেশি ভাড়া আদাযের অভিযোগ
রাজধানীসহ সারাদেশে বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়াও চলাচলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। বাসের চালক-সহকারী ও যাত্রীদের সামাজিক দূরত্ব মানতেও দেখা যায়নি।
সরকার নির্ধারিত ৬০ ভাগ বেশি ভাড়া নেওয়ার কথা থাকলেও নেয়া হচ্ছে বেশি। এদিকে গত কয়েকদিনে সড়কে গণপরিবহনের সংখ্যা বেড়েছে।
এক সিট ফাঁকা রেখে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করলেও অনেক বাসের ভেতরে দাঁড়িয়েও চলাচল করছেন যাত্রীরা। অনেকের মুখে নেই মাস্ক। সড়কে বাসের অপেক্ষায় থাকা যাত্রীর চাপও বেড়েছে।
আগের মতো ধাক্কাধাক্কি, তাড়াহুড়ো করে উঠছেন অনেকে। এতে শারীরিক দূরত্ব বজায় রেখে যাতায়াত করা সম্ভব হচ্ছে না বলছেন চালক ও সহকারীরা। যাত্রীদের জুতায় জীবাণুনাশক ছিটানোর কথা থাকলেও মানা হচ্ছে না অনেক বাসে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।