প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১৬:৫৯
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত রোগীর সাথে মিশে ৮বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আসা শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউপির টুমচর গ্রামের নারায়ণ কৃর্তনীয়া ও তার স্ত্রী শেফালি এবং তার মেয়ে টুম্পা আক্রান্ত হয়। গত ১৩ এপ্রিল করোনায় আক্রান্ত কৃর্তনীয়ার বাড়িসহ দুই বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন। তাদের সাথে মিশে ৮বছরের এই শিশু করোনায় আক্রান্ত হন।
নতুন আরো একজনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। রোগী আট ( ০৮) বছরের ছেলে শিশু।শরীয়তপুর স্বাস্থ্য প্রশাসন, করোনা কন্ট্রোল রুমফোকাল পার্সন ও মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন।উপজেলা স্বাস্থ্য প্রশাসন নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ শুরু করেছে।