মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে সরকারঃ এমপি শিউলি আজাদ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই জুন ২০২০ ১২:৫৯ পূর্বাহ্ন
মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে সরকারঃ এমপি শিউলি আজাদ

বৈশ্বিক করোনায় শুরু থেকে মানুষ যাতে দুঃখ কষ্ট না হয়,  সরকার জনগণের পাশে থেকে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। মানুষ যাতে কষ্ট না করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সরকার কাজ করছে। কর্মহীন কর্মজীবী হতদরিদ্র মানুষকে সরকারের সাধ্য মতে, বিভিন্ন ভাবে  সাহায্য সহযোগিতা করা হচ্ছে।

এখন উপজেলার প্রকৃত জেলেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, বিকল্প আয়বর্ধনমুলক কাজের জন্য এ প্রকল্প হাতে নিয়েছে সরকার।তাই উপজেলার নয়টি ইউনিয়নে, মৎস্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৫৪০ জেলে পরিবারকে। কর্মসংস্থানের জন্য আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনাদের যাতে কষ্টনা হয় সেলাই মেশিন উপহার দিয়েছেন।

গতকাল ব্রাক্ষণবাড়িয়া সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রোমে বৃহওর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধন জেলেদের মাঝে বিকল্প আয়ব র্ধনমুলক উপকরণ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের  আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বললেন, ব্রাক্ষণবাড়িয়া ( সংরক্ষিত নারী আসন- ৩১২) উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এমপি,উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মায়মুনা জাহান, সরাইল থানা অফিসার ইনচার্জ  এ,এম,এম নাজমুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান,এডভোকেট জয়নাল উদ্দিন জয়।

এসময় সংরক্ষিত নারী সাংসদ শিউলি আজাদ বক্তব্যে বলেন, বর্তমানে দেশের ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে,প্রশাসন মাঠে ময়দানে মানুষের পাশে থেকে কাজ করছে। কাফন দাফন থেকে শুরু করে সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, সরকারের স্বাস্থ্য বিধি ও সরকারের জনসচেতনতায়। প্রচার-প্রচারণার মাধ্যমে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে মানুষকে সচেতন করছে।

শুধু  তাই নই রাতের অন্ধকারে মৃত ব্যক্তিদেরকে জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করছেন প্রশাসনের এ ভূমিকা সত্যিই প্রশংসনীয় বললেন, এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)পরিশেষে তিনি করোনা থেকে বাঁচতে হলে স্বাস্হ্যবিধি মানতে সকলকে আহবান করে বলেন, করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, সকলের বিদেহী  আত্মার মাগফেরাত কামনা করেন। ব্রাক্ষণবাড়িয়া ( সংরক্ষিত নারী আসন- ৩১২) উম্মে ফাতেমা নাজমা বেগম  ( শিউলি আজাদ) এমপি,