ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলায় নতুন করে আজ সোমবার ৯ জনসহ ৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে শাহবাজপুর সজিবুর রহমান(৩৭), লিপি চৌধুরী( ৪0)ও মোঃ হোসেন (৫৮)সহ তিনজন। ছোটদেওয়ান পাড়া সালাউদ্দিন ( ৪০)১জন। সামিউল হোসেন( ৩০) ওবুশরা আক্তার (২৫) কুট্রাপাড়ার দুজন। সদর ইউনিয়নে তিন জন।মাহমুদা ইয়াসমিন (২২),জাহেরা বেগম (৮০)ও বাপ্পি চন্দ্র দেব(২৬) কালিকচ্ছ ইউনিয়নের তিনজন রয়েছেন।
এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। আজ সোমবার (২২ জুন) বিকেলে ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মোঃ নোমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ল্যাব থেকে নমুনার প্রতিবেদন আসে। নতুন করে আজ ৯ জন করোনা শনাক্ত হয়েছেন। তিনি স্বাস্হ্যবিধি মেনে চলার আহবান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।