প্রধানমন্ত্রীর শোক বুড়িগঙ্গায় লঞ্চডুবে প্রাণহানিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৯শে জুন ২০২০ ০৩:২৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর শোক বুড়িগঙ্গায় লঞ্চডুবে প্রাণহানিতে

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ বিষয়ে জানানো হয়।এতে বলা হয়, প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।আজ সকাল পৌনে আটটার দিকে মর্নিং বার্ড নামে একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে ফরাশগঞ্জ এলাকায় ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি।

কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।এঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড ২২ জন পুরুষ, পাঁচজন নারী এবং তিনটি শিশুসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে।