দুদকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে সাহেদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৯শে আগস্ট ২০২০ ১১:৪৯ পূর্বাহ্ন
দুদকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে সাহেদের

অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের৷বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার পর পর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে দুদক উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।দুদকে সাহেদের সাতদিনের রিমান্ড শুরু হয় সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায়।

ওই দিন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এনে প্রথম দিনের রিমান্ডে নেওয়া হয়৷ এর পর মঙ্গলবার (১৮ আটগস্ট) দ্বিতীয় দিনের রিমান্ডে তাকে দুদক কার্যালয়ে আনার পথে বুকে ব্যথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে৷ সুস্থ অনুভব করার পরে বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে এ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷