লিগ্যাল নোটিশ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১০ই সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৯ অপরাহ্ন
লিগ্যাল নোটিশ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে

ক্ষমতাবহির্ভূত ইলেক্ট্রনিক ব্যবসায়ীকে জরিমানা করায় র‍্যারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক ব্যবসায়ী। এবং জরিমানা করা ১৫ লাখ টাকাও ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুরান ঢাকার ব্যবসায়ী এম এম ইন্টারপ্রাইজের মালিক মাকসুদুল আলম মাসুদের পক্ষে নোটিশটি পাঠান আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আইনজীবী বলেন, র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বিভিন্ন জায়গায় ভেজাল খাদ্য দ্রব্য, ভেজাল ওষুধ, ভেজাল প্রসাধনী এবং ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। প্রশ্ন হচ্ছে এসব অভিযান পরিচালনা করার এখতিয়ার উনার আছে কি-না। এসব প্রশ্ন তুলে অভিযান পরিচালনার সময় ১৫ লাখ টাকাও ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে।