সরাইল পুলিশের অভিযানে মাদকও অর্থসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৬শে সেপ্টেম্বর ২০২০ ০৬:৩৯ অপরাহ্ন
সরাইল পুলিশের অভিযানে মাদকও অর্থসহ তিন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাক্ষণবাড়িয়া সরাইলে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীসহ নগদ অর্থ ৯১ হাজার ২শত টাকা ও ৭৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।থানা সুত্রে জানান,পুলিশ সুপারে'র দিকনির্দেশেনা,সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল  ও অফিসার ইনচার্জে'র সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ জাহাঙ্গীর আলম,

এএসআই দিলীপ কুমার নাথ, এএসআই মোঃ আলাউদ্দিন, সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিবার (২৬সেপ্টেম্বর )বিকেলে উপজেলারশাহবাজপুর(মোড়াহাটি) হইতে মাদক ব্যবসায়ীসহ নগদ অর্থ ৯১ হাজার ২শত টাকা ও ৭৫০ গ্রাম গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন,মোসাঃ পুতুল(৪৫), স্বামী-বিল্লাল মিয়া, পিতা-মৃত মন্নু মিয়া,মোঃ হাসান (৩৮), পিতা-রুপ মিয়া,

অপরজন মোঃ হেলাল মিয়া(৪৩), পিতা-মৃত আবু জাহের খন্দকার, সাং-শাহবাজপুর(বাহারউল্লাহ কাজীপাড়া), সরাইল উপজেলা জেলা ব্রাহ্মণবাড়িয়া।গ্রেফতারের কথা স্বীকার করে সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ এ প্রতিনিধিকে বলেন, মাদক বিরোধী অভিযানে তিন জন মাদক ব্যবসায়ীকে অর্থও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।অন্য মাদক কারবারিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান।তাদের আটক করতে কাজ করছে পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।