হরিরামপুর মেয়েকে ধর্ষণে অভিযুক্ত শরীফুল ইসলাম আটক

নিজস্ব প্রতিবেদক
সাজিদ হিটলার, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৭ই অক্টোবর ২০২০ ১২:৪৫ অপরাহ্ন
হরিরামপুর মেয়েকে ধর্ষণে অভিযুক্ত শরীফুল ইসলাম আটক

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন বসন্তপুর বাগডাংগী নামক দূর্গম পদ্মা চর এলাকা থেকে ১৬ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে কথিত সাধক কে ২৫ ঘন্টা অভিযান করে গ্রেফতার করেছে সিআইডি। শরীফুলের বাড়ী নাটোরের বড়াইগ্রামে। কথিত সাধক শরীফুল সন্ন্যাসীর বেশ ধারন করলে ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ সময় তার মেয়ে নাটোর দীঘাপাতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়।

গত ঈদুল আজহার ৬ দিন পূর্বে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে নাটোর বড়াইগ্রামে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সে মেয়েটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটক রেখে জোর পূর্বক ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শরীফুল মেয়েকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করে। এ সময় বাড়িতে কোন লোকজন এলে মেয়েটির সাথে কাউকে দেখা বা কথা বলতে দেওয়া হতো না।

এক পর্যায়ে মেয়েটি তার নানীর সাথে যোগাযোগ করতে সমর্থ হয় এবং মা ও নানী মেয়েটিকে উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। নাটোরের বড়াইগ্রাম থানার মামলা নং-২৩/২৫৭, মামলা দায়ের পর অভিযুক্ত আত্মগোপন করে। অবশেষে ডিআইজি শেখ নাজমুল আলম, বিপিএম(বার), পিপিএম(বার), সিআইডি এর সার্বিক দিক নির্দেশনায় এলআইসি এর একটি চৌকস দল মানিকগঞ্জ জেলা সিআইডি এর সহায়তায় গত ০৬/১০/২০২০ তারিখে তাকে গ্রেফতার করে। শরীফুল এর বিরুদ্ধে একই থানায় ২৪ আগষ্ট ২০১৫ খ্রিস্টাব্দে ধারা- ২২(গ)/২৫, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী শরীফুলকে নাটোর জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।