গাজীপুরের ঐতিহ্যবাহী কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব আকম মোজাম্মেল হক এমপি নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।জানা যায়, দীর্ঘ ১৩ বছর পর ৩০সেপ্টেম্বর কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিশিষ্ঠ ব্যবসায়ী মো: আব্দুর রহমান উরফে মারফত আলী মেম্বার (সভাপতি), মো: হারুণ অর রশীদ (সাধারণ সম্পাদক) শ্রী নারায়ন সাহা (সহ-সভাপতি) আতিকুর রহমান মন্টু (পরিচালক) , গৌর চন্দ্র সরকার (পরিচালক) ও মেরাজ মোল্লা (পরিচালক) পদে নির্বাচিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কালিয়াকৈর পৌরসভার মেয়র মো: মজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শিকদার মোশারফ হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়,উপজেলা যুবলীগের সভাপতি মো: হিরু মিয়া প্রমূখ। শপথ অনুষ্ঠান শেষে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।