পৌরসভা নির্বাচন উপলক্ষে ৭নং ওয়ার্ডে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৮ই অক্টোবর ২০২০ ১২:২৭ পূর্বাহ্ন
পৌরসভা নির্বাচন উপলক্ষে ৭নং ওয়ার্ডে মতবিনিময় সভা

মাদারীপুর সদর পৌর নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী মাদারীপুর চেম্বার অফ সমার্সের সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান খান (জাচ্চু নানা) নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৭সেপ্টেম্বর বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করা হয়।আহাদ মৃধার সঞ্চালনায়, করিম খলিফার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য হাফিজুর রহমান খান যাচ্চু নানা বলেন আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের পাশে থেকে পৌর বাসির উন্নয়ন করাই হবে আমার কাজ, যুব সমাজ মাদক ও নেশা মুক্ত থাকে এটাই হবে আমার মুল লক্ষ্য এবং পৌরসভার সুভিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই,

আমার বড় শাজাহান খান(এম পি) ভাই কে যেই ভাবে ভালবেসেছন সেই ভাবেই আমাকে ভালবাসবেন, আমার জন্য দোয়া করবেন।এসময় নেতাকর্মীরা হাফিজুর রহমান খান (যাচ্চু নানা) প্রতি সমর্থন দিয়ে পৌর নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, জেলা যুবলীগের সহ সভাপতি আকতার হাওলাদার, জেলা যুবলিগের সহ সভাপতি রেজাউল আকন, মাদারীপুর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিভীর আহম্মেদ, মজিবর রহমান হাওলাদার, শাহীন খলিফা, কবির মৃধা,খলিল মৃধা সহ ৭ং ওয়ার্ডের সর্বস্থরের জনগণ।