সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব-৪। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আটকদের আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে, সোমবার (১৯ অক্টোবর) রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক মোঃ ইকবাল হোসেন ওরফে লেদু (৪৮) এবং তার স্ত্রী নার্গিস বেগম (৩৭)। তারা উভয় গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব-৪ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ লেদু ও তার স্ত্রী নার্গিস বেগমকে আটক করা হয়। সেই সাথে ৩টি মোবাইল এবং নগদ ১২,৬৭০ টাকা জব্দ করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবৎ দেশের ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নিজ বসতবাড়ীতে মজুত ও বিক্রয় করে আসছিল। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আজ সকালে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।