নরসিংদীর পলাশে নামে-বেনামে গড়ে উঠা বিভিন্ন ওষুধের (ফার্মেসি) দোকানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে উপজেলার বিভিন্ন বাজারের ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন। এসময় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ডে ও পলাশ খানেপুর বাজারে মাধবীলতা ও আবির নামে দুটি ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ অর্থদ- করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন বলেন,ইদানিং উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছু ফার্মেসি গড়ে উঠেছে। তাদের অনেকেরই লাইসেন্সও নেই। মেয়াদোত্তীর্ণ,অনুমোদনহীন ও মানহীন ভুয়া কোম্পানির ওষুধের ছড়াছড়ি। ওষুধ সংরক্ষণের নিয়ম মানারও বালাই নেই। এমন নানা অভিযোগে উপজেলার বিভিন্ন ফার্মেসি গুলোর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে ঘোড়াশাল পৌর এলাকার মাধবীলতা ও আবির নামে দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে নগদ অর্থদ- করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।