রংপুরের পীরগঞ্জ উপজেলায় চুমকি নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে করা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তের নাম রিয়াদ প্রধান।মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এই রায় দেন।২০১৬ সালের ১৪ জুন আম খাওয়ানোর কথা বলে শিশু চুমকিকে ধর্ষণের পর হত্যা করে রিয়াদ।
পরে চাচী ধলি বেগমের সহায়তায় শিশুটির মরদেহ শয়নকক্ষের নিচে মাটি চাপা দিয়ে রাখা হয়। ঘটনার তিন দিন পর পীরগঞ্জ থানায় ওই দুইজনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।প্রথমবারের মতো সরাসরি প্রজেক্টরের মাধ্যমে রায় ঘোষণা দেখানো হয়। আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা রায় শোনার জন্য ভিড় করেন। রায় শেষে দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।