বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৬০ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৪ই মার্চ ২০২১ ০৯:৪৭ পূর্বাহ্ন
বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৬০ হাজার ডলার

ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬০ হাজার ডলার ছাড়িয়েছে। গতকাল শনিবার বিটকয়েনের দাম হয়েছে ৬১ হাজার ১১৯ ডলার।


মাত্র কয়েক সপ্তাহ আগেই ৫০ হাজার ডলার ছাড়িয়েছিল বিটকয়েনের দাম। ২৪ ঘণ্টায় দাম বেড়েছে ৭ দশমিক ৭৪ শতাংশ। ভার্চ্যুয়াল এই মুদ্রাবাজারের সর্বমোট মূল্য এখন ১ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার। 


বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা প্যাকেজ পাসের কারণেই এই রেকর্ড উত্থান বিটকয়েনের। গত বুধবার ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের ওই বিল কংগ্রেসে পাস হয়। 


গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে তিন গুণ হয়েছে। গত মাসে বিট কয়েনের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।