পাবনায় যুবলীগ নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , পাবনা
প্রকাশিত: মঙ্গলবার ২৮শে ডিসেম্বর ২০২১ ০৯:৪২ অপরাহ্ন
পাবনায় যুবলীগ নেতাকে গুলি

পাবনায় শামীম হোসেন (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শামীম সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী।


মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে জানান নিহতের চাচা আবদুল খালেক।


তিনি গণমাধ্যমকে বলেন, তার ভাতিজা শামীম নৌকার পক্ষে ভোট করেছিল বলেই নীলু চেয়ারম্যানের ছেলে ও তার সহযোগীদের দিয়ে তাকে গুলি করে হত্যা করেছে।


সদর থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মনির ঘটনার জানান, আজ মঙ্গলবার রাতে নাজিরপুর নীলু মার্কেটের একটি দোকানে বসে শামীম গল্প করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।