আদিতমারীতে কমিটি নিয়ে আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষ!

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: শনিবার ২৬শে নভেম্বর ২০২২ ০৬:২০ অপরাহ্ন
আদিতমারীতে কমিটি নিয়ে আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষ!

লালমনিরহাটের আদিতমারীতে কমিটি নিয়ে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, ধাওয়া ও পান্টা ধাওয়ায় পুলিশ, সাংবাদিক ও পথযাত্রীসহ দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছে।



শনিবার বিকালে ওই উপজেলায় ঘন্টা ব্যাপী দুই গ্রুপের সংঘর্ষের পাশাপাশি দেশীয় অস্ত্রের মহড়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। 



জানা গেছে, গত ৮ আক্টোম্বর ওই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন হলেও কমিটি প্রকাশ না করে কেন্দ্রীয় নেতারা চলে যায়। গত ১৯ নভেম্বর তিস্তা ব্যারেজ অবসরে জেলা কমিটির সভায় মোহাম্মদ আলীকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি প্রকাশ করে। তার দুই দিন পর পাল্টা কমিটি দেয় কমলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী।



শনিবার পাল্টা-পাল্টি  কর্মসূচী দেয় দুই কমিটি। বিকালে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে দুই গ্রুপে দেশীয় অস্ত্রের মহড়া দেয়।



পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় ওই সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও পথযাত্রীসহ উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।



আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।