ফুঁসে উঠছে নেতাকর্মীরাঃ আ.লীগ সভাপতির বহিষ্কার চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১১ই এপ্রিল ২০২৩ ০৭:৫১ অপরাহ্ন
ফুঁসে উঠছে নেতাকর্মীরাঃ আ.লীগ সভাপতির বহিষ্কার চেয়ে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ সভাপতি একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যামে ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা। ওই অডিও কল রেকর্ডে মিথ্যা ও কুরুচিপূর্ন মন্তব্য করার প্রতিবাদে তাকে দল থেকে বহিষ্কারের দাবীতে মঙ্গলবার শেষ বিকালে ধানখালী ইউনিয়নের নমরহাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে ওই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.শাহাজাদা পারভেজ টিনু মৃধা, সাধারন সম্পদক মো.জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামলীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব মৃধা, আওয়ামীলীগ নেতা জলিল মৃধা, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মো. মেজবাহ উদ্দিন মৃধা,ধানখালী টেকনিক্যাল ছাত্রলীগ সভাপতি মো. আমানুল ইসলাম প্রমুখ। 


বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মাহবুবুর রহমান তালুকদার তার অডিও কল রেকর্ডে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেন এবং তার সার্টিফিকেট ছাড়া কেউ আওয়ামীলীগ করতে পারবে না বলে এমন ঔদ্ধত্য প্রকাশ করেছেন। এমনকি বর্তমান সংসদ সদস্যকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় ত্রীব নিন্দা ও তাকে দল থেকে বহিস্কারের দাবী জানান মানববন্ধনে অংশ নেওয়া নেতা কর্মীরা।