যারা এতিমের টাকা মেরে খায় তাদের হাতে মানুষ ও দেশ নিরাপদ নয় : আ ক ম মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার ২৯শে জুলাই ২০২৩ ০৭:৫৩ অপরাহ্ন
যারা এতিমের টাকা মেরে খায় তাদের হাতে মানুষ ও দেশ নিরাপদ নয় : আ ক ম মোজাম্মেল

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ যারা এতিমের টাকা মেরে খায় তাদের হাতে ১৮ কোটি মানুষের জানমাল দেশ নিরাপদ নয়। বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু তারা করতে পারবে না। কারণ সাধারণ জনগণ তাদের সাথে নেই। যারা এতিমের টাকা মেরে খায় তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের সাধারণ মানুষ । সাধারণ মানুষ জেনে গেছে একমাত্র শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন। তাই সাধারণ মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন । সাধারণ জনগন আছে আমাদের সাথে। আশা করছি অচিরেই তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।’


শনিবার (২৯ শে জুলাই ) দুপুরে উপজেলার চাপাইর ইউনিয়েনে বড় গোবিন্দপুর হোসেন মার্কেটে পাকা রাস্তা উদ্বোধন কালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা সহায়তা শেখ হাসিনার সরকার দিয়েছে। এখন না খেয়ে মানুষ মরেনা। তারা এতিমের টাকা আত্মসাত করেছে। যারা এতিমের টাকা আত্মসাত করতে পারে, তাদের কাছে কিভাবে ১৮ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না। ঐদিন মন্ত্রী একটি রাস্তা, মেদিআশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, ফুলরাড়িয়া বাজারের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ।


এসময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের , উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, প্রমুখ