নওগাঁয় তারেক রহমানের মামলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই সেপ্টেম্বর ২০২৪ ০৯:১০ অপরাহ্ন
নওগাঁয় তারেক রহমানের মামলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

বিএনপির সহযোগী সংগঠন নওগাঁ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বুধবার সন্ধ্যায় নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা দুটি মামলার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন।


সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু লিখিত বক্তব্যে জানান, একটি স্বনামধন্য টেলিভিশন চ্যানেল ও কিছু অনলাইন নিউজ পোর্টালে সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী, নওগাঁর আদালত তারেক রহমানকে মামলায় খালাস দিয়েছে। তবে প্রকৃতপক্ষে, ওই দুটি মামলা থেকে তারেক রহমান অনেক আগেই অব্যাহতি পেয়েছেন। বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ তোলেন তিনি।


এছাড়া, জেলা বিএনপির পক্ষ থেকে বুধবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির দুটি মামলার খারিজের খবর বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ২০১৫ ও ২০২২ সালে মামলাগুলো খারিজ করা হয়েছে এবং বুধবার নওগাঁ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত কোনো শুনানি বা রায় হয়নি।


বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আদালত চত্বরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। আদালতের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেন যে, মামলাগুলোর কোনো শুনানি গতকাল হয়নি।


২০১৪ সালে লন্ডনে একটি সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করা হয়েছিল। তবে আদালত সূত্রে জানা যায়, মামলার কোনো রায় গতকাল হয়নি এবং বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।