অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি: ব্যারিস্টার রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪ ০৮:৩১ অপরাহ্ন
অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি:  ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপির  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার রুমিন ফারহান বলেছেন, আজকে হাজার হাজার মানুষের ভালবাসা দেখে আমার চোখ দিয়ে পানি এসে যায়। এই ভালোবাসা  বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র প্রতি ভালোবাসা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা। এ ভালোবাসা আমাদের প্রাণের  নেতা তারেক রহমানের  প্রতি ভালোবাসা। 


তিনি বলেন,আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। অনেক রক্ত, অনেক লাশ। অনেক খুন হওয়া যাওয়া ভাই। অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এ স্বাধীনতা আমরা অর্জন করেছি। এমন কোন দিন নাই আমাদের বাড়িতে। পুলিশের তল্লাশি আর হামলা হই নাই। এমন দিন নাই এমন রাত নাই। আমরা শান্তিতে এলাকায়  ঘুমাইতে পারছি।তিনি বলেন,সকল জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল, যতদিন তারা বেঁচে থাকবে ততদিনই তারা ক্ষমতায় থাকবেন। 


দেশের মানুষ তাদেরকে জবাব দিয়ে দিছে। মানুষের সমর্থন আর মানুষের ভালোবাসা থাকলেই নেতা হওয়া যায় তাহলেই  রাজনীতি করা যায়। 


শুক্রবার (২৯  নভেম্বর) সরাইল অন্নদা মাঠে বিকালে সরাইল উপজেলা  বিএনপির কর্মী সমাবেশে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনেব সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কুচি। 


বিশেষ অতিথি, জহিরুল হক খোকন জহির। 


ব্যারিস্টার রুমিন ফারহান বলেন, আমাদের সামনে বড় ক্রান্তিকাল। ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি। আপনাদের এখন ঐক্যবদ্ধ থাকার সময়।ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই ষড়যন্ত্র চলছে।


আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায়  করতে না পারি। এত বড় বিজয়ী ধুলিস্যাৎ হয়ে যাবে। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।