প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতে যা বললেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৬ই মার্চ ২০১৯ ০৬:৫৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতে যা বললেন ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদকে কার্যকর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। এ সময় তিনি ঢাবির আবাসন সঙ্কট দূর করারও দাবি জানান। শনিবার (১৬ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তৃতার সময় নুর এ কথা জানান।

তিনি বলেন, ‘আমি আড়াই বছর বয়সে মাকে হারাই। ছোটবেলায় আমার একজন স্কুল শিক্ষিকার মাঝে মায়ের ছায়া দেখতে পেয়েছি। আর একজনের মধ্যে আমি মাতৃত্বকে খুঁজে পেয়েছি, প্রধানমন্ত্রীর মাঝে আমি মাতৃত্বের ছায়া খুঁজে পেয়েছি।’

প্রধানমন্ত্রী আমন্ত্রণে শনিবার গণভবনে যান নবনির্বাচিত ডাকসু এবং হল সংসদের প্রতিনিধিরা। শনিবার বেলা সোয়া ৩টার দিকে গণভবেন পৌঁছান হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন নেতা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব