সরাইল উপজেলায় ৪৮টি পুজা মন্ডপে দুর্গা পুজা উদযাপন হবে

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ২০শে সেপ্টেম্বর ২০২১ ০৬:২৬ অপরাহ্ন
সরাইল উপজেলায় ৪৮টি পুজা মন্ডপে দুর্গা পুজা উদযাপন হবে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন আইন- শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকাল চারটার দিকে উপজেলা পরিষদ মিলায়তনে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে দুর্গা পুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. রাজিব আহমেদ রাজ্জি, সরাইল থানা এস আই মো. জাকির হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, 


উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবিমল ধর, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, উপজেলা কালিবাড়ি মন্দিরের সভাপতি দীলিপ কুমার বনিক, উচালিয়া পাড়া পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, অরুয়াইল সোলা কান্দি পুজা উদযাপন কমিটির সভাপতি উত্তম ঘোষসহ উপজেলার ৪৮টি পুজা মন্ডপের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিল। 


এ বছর উপজেলার ৪৮টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে উৎসবে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার সরকারি নির্দেশনা আছে।