যে পাঁচ নামে নবিজি (সা.) নিজেকে সম্বোধন করেছেন

নিজস্ব প্রতিবেদক
ধর্ম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১১ই অক্টোবর ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ন
যে পাঁচ নামে নবিজি (সা.) নিজেকে সম্বোধন করেছেন

আল্লাহ তাআলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কোরআনে বিভিন্ন নামে সম্বোধন করেছেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ‘মুহাম্মাদ’ নাম কোরআনের ৪বার এসেছে, আর ‘আহমাদ’ নাম এসেছে একবার। কিন্তু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের এক বর্ণনায় নিজেকে পাঁচটি নাম সম্বোধন করেছেন। আর নাম পাঁচটি বিশেষ গুণ বিশিষ্ট। সেগুলো কী?


হজরত যুবাইর ইবনু মুতইম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমি-


১. মুহাম্মদ তথা প্রশংসিত;


২. আহমদ তথা অত্যধিক প্রশংসাকারী;


৩. আল-মাহি (বিলুপ্তকারী) এমন লোক যে, আমার মাধ্যমে কুফুরকে নিঃশেষ করা হবে।


৪. আল-হাশির (একত্রকারী) এমন ব্যক্তি যে, আমার পেছনে লোকেদের একত্রিত করা হবে।


৫. আমি আল-আকিব (সর্বশেষ) আর আল-আকিব হলো ওই লোক, যার পর আর কোনো নবি নেই।’ (মুসলিম)