বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে পাক পাঞ্জাতন পরিষদের প্রস্তুতি সভা ও নিশান উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ২১শে জুলাই ২০২৩ ০৯:২৪ অপরাহ্ন
বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে পাক পাঞ্জাতন পরিষদের প্রস্তুতি সভা ও নিশান উত্তোলন

পবিত্র আশুরা উপলক্ষে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের প্রস্তুতি সভা ও নিশান উত্তোলন করা হয়েছে। পরিষদের সভাপতি বাদশা ফকিরের সভাপতিত্বে বুধবার রাতে  নগরীর কাউনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় আগামী ২৯ জুলাই পবিত্র আশুরা পালনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় পশ্চিম কাউনিয়া মরকখোলা পোল চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হবে। দুপুরে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ। বিকাল ৪টায় লাঠি খেলা ও পুরস্কার বিতরণ। এছাড়া বাদ মাগরিব ওয়াজ মাহফিল ও দোয়া মোনাজাত এবং তবারক বিতরণ।


প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের প্রধান উপদেষ্টা খলিলুর রহমান চিশতি, সাধারণ সম্পাদক খাজা আলম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক জামাল চিশতি সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। 


সভা শেষে আশুরা উপলক্ষে নিশান উত্তোলন করেন সদস্যবৃন্দ।