আবু সালামা (রা.) বলেন, মদিনায় রাসুল (সা.) প্রথম যেদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, তিনি আল্লাহর প্রশংসা করলেন, তার যথোপযুক্ত গুণগান করলেন এবং বললেন, আপনারা নিজেদের আখেরাতের জীবনের জন্য সওয়াব প্রেরণ করুন! আপনারা অবশ্যই জানবেন আল্লাহর শপথ করে বলছি!
আপনাদের যে কারো কাছে হঠাৎ মৃত্যু এসে উপস্থিত হবে এবং সে তার পশুপাল রাখালহীন অবস্থায় ফেলে রেখে চলে যাবে, তারপর তার রব সরাসরি তার সাথে কথা বলবেন। তার কোনো ভাষ্যকার থাকবে না, কোনো প্রহরী তাকে আড়াল করে রাখবে না, তিনি বলবেন, তোমার কাছে কি আমার রাসুল যাননি এবং আমার বাণী পৌঁছে দেননি? আমি তোমাকে সম্পদ দান করেছি, তোমার ওপর অনুগ্রহ করেছি। তুমি তোমার আখেরাতের জীবনের জন্য কী পাঠিয়েছ?
সে তার ডানে-বামে তাকিয়ে দেখবে কিছু নেই। তারপর সামনে তাকিয়ে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না।
যে নিজেকে আগুন থেকে রক্ষা করার জন্য এক টুকরো খেজুর দান করতে পারে, সে যেন তা করে। কারো কাছে যদি তাও না থাকে, সে যেন সুন্দর/উত্তম কথা বলে। একটি নেক কাজের জন্য দশগুণ থেকে সাতশতগুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।