আয় আয় সোনামনি টিকা নিয়ে যা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৯ডিসেম্বর থেকে ৩১জানুয়ারি ২০২১ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অবহিতকরণ সভা বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আর, এম,ও) ডা, আনাস ইভনে মালেক, এ সময় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ এ এম এম নাজমুল আহমেদ, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,
আওয়ামীলীগকে নেতা, মোঃ জুহিরুল ইসলাম মন মিয়া,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা মেডিকেল টেকনো লজিষ্ট (ইপিআই) মোঃ আল আমিন মিয়া প্রমুখ।সভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সমাজের সচেতন মানুষসহ পিতা-মাতারদের সহযোগিতা কামনা করা হয়। এ উপজেলায় ৯মাস থেকে শুরু করে ১০বছরের কম বয়সী ৯৯হাজার ১৭৭জন শিশুকে ৬’শ ৮৬টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে এ টিকা প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।