টেকনাফে এক লাখ ৩৩ হাজার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ১০ই নভেম্বর ২০২১ ০৫:২৫ অপরাহ্ন
টেকনাফে এক লাখ ৩৩ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ উপজেলার সাবরাংয়ে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।বুধবার (১০ নভেম্বর) ভোর রাতে সাবরাং ইউপির মুন্ডারডেইল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ওই ইয়াবার চালান জব্দ করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।


টেকনাফ কোস্টগার্ড স্টেশন কামান্ডার লে. কমান্ডার এম নাঈম-উল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটসংলগ্ন এলাকায় ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করেন।


এ সময় দু'জন ব্যক্তিকে বস্তা কাঁধে দেখলে তাদের গতিবিধি সন্দেহ হলে থামানোর সংকেত দেয়। এসময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সাদা রঙের দু'টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধার করা ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।