কীটনাশক প্রয়োগ করে গম পুড়িয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
থানা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ২৬শে ডিসেম্বর ২০২০ ০১:৪০ অপরাহ্ন
কীটনাশক প্রয়োগ করে গম পুড়িয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার মাধবপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে ৩৫ শতাংশ জমির গম কীটনাশক ওষুধ প্রয়োগ করে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে , আব্দুর রাজ্জাক (৫৫) দীর্ঘদিন ধরে জমির ভোগদখল করে আসছিলেন। সেইসূত্রে তিনি জানান, ২০১৩ সালে আমার স্ত্রীর নামে জমিটি ক্রয় করি। জমিটি ক্রয় করার পর  পেয়ার রহমান ও আসাদ আলী জমি নিজেদের দাবি করে ৪৪ ধারায় মামলা করেন। মামলাটির চুড়ান্ত রায় আমি পাই।


মামলায় হেরে গিয়ে তারা  একের পর এক আমার নামে হয়রানী করার জন্য  মামলা দিতে থাকে।ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালত থেকে আমার স্ত্রীর নামে জমিটি রায় পায়।রায় পাওয়ার পর ওই জমিতে এর আগেও আমি কলা চাষ করি। এরপর গম চাষ করলে বুধবার দিনের বেলায় আমি গমটি ভাল দেখে আসি বৃহস্পতিবার  সকালে গম খেতে গিয়ে দেখি সব গম নষ্ট হয়ে গেছে।


পূর্ব শত্রুতার জেরে পেয়ার রহমান ও আসাদ আলী এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আব্দুর রাজ্জাক আরো বলেন, এ নিয়ে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি এখনো থানা থেকে কোন তদন্তে আসেনি।একই এলাকার লুৎফর রহমান, পাইলট ও আমির জানান পেয়ার রহমান ও আসাদ আলীর সাথে  রাজ্জাক আলীর অনেক দিন যাবৎ জমি নিয়ে তাদের মামলা চলছিল  হয়তো তার জেরে এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন।


এ বিষয়ে রানীশংকৈল থানা ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ এর সাথে কথা বললে তিনি জানান আব্দুর রাজ্জাক আলী আমার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।