ধামইরহাটে কোরআনের ছবক নিলেন ১৫ ক্ষুদে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২২শে নভেম্বর ২০২৩ ০৬:০৬ অপরাহ্ন
ধামইরহাটে কোরআনের ছবক নিলেন ১৫ ক্ষুদে শিক্ষার্থী

নওগাঁর ধামইরহাটে ইসলামির ফাউন্ডেশনের তত্বাবধানে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে ১৫ জন ক্ষুদে শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান করা হয়েছে। 


২২ নভেম্বর বাদ আছর উপজেলা পরিষদ জামে মসজিদে অবস্থিত সহজ কুরআন শিক্ষাকেন্দ্রে ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। 


এ সময় তাদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। ছবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, মডেল কেয়ার টেকার রবিউল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের সাধারণ সম্পাদক ও প্রাক্তন প্রধান শিক্ষক আফজাল হোসেন, উপজেলা জামের মসজিদ সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও পেশ ঈমাম মাওলানা ইউসুফ আলী, উত্তর চকযদু কেন্দ্রে শিক্ষক আবু সুফিয়ান প্রমুখ। অনুষ্ঠানে ছবক প্রদান করেন টিএন্ডটি জামে মসজিদের ইমাম মাওলানা মো. বেলাল হোসেন।


ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন জানান, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় সহজর কুরআন শিক্ষা কেন্দ্র ৬১টি, প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্র ৩৩টি ও বয়স্ক শিক্ষাকেন্দ্র ১সহ মোট ৯৫ টি শিক্ষাকেন্দ্রতে ৩ হাজারের অধিক শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছেন।