শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে ১ জন খুন, আটক ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৯শে জানুয়ারী ২০২১ ০৫:০১ অপরাহ্ন
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে ১ জন খুন, আটক ৭

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ফরহাদ মল্লিক (২৭) নামের এক যুবক নিহতের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় বন্দুক, শটগান, পিস্তল/রিভলবারসহ আরও দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়। সংঘর্ষ চলাকালে গুলিতে একজন নিহত হন এবং দুইজন মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে ভর্তি আছেন।


এ ঘটনায় জড়িত থাকায় সাতজন আসামিকে লৌহজং ও জাজিরা উপজেলা থেকে গ্রেফতার করা হয়। আসামিদের কাছ থেকে একটি দেশীয় রিভলবার, সদৃশ র্শটগান, পিস্তলের গুলি ০৪ টি, পিস্তলের এম্পটি র্কাতুজ ০৪ টি, র্শটগানের এম্পটি র্কাতুজ ০১ টি এবং ০৫টি রাম দা উদ্ধার করা হয়। 


আটককৃত আসামিরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠাল বাড়ী গ্রামের মোহাম্মদ আলী ব্যাপারী (৩২), ফজলু মোল্লা (৪২), এরশাদ ব্যাপারী (৩৮), শুভ মুন্সী (২৮), সোহেল খা (৩৫), শরীয়তপুর জেলার জাজিরার সাহেদালী গোমস্তার কান্দী গ্রামের মতিউর রহমান মোল্লা (৩০) ও মোতালেব মোল্লা (৩৫)।


জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ওই ঘটনায় থানায় হত্যা ও অস্ত্র দুটি মামলা হয়েছে। মামলায় নামীয় ৬৭ জনসহ ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারসহ আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে তৎপরতা অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, হাজী তাহের আলী মল্লিকের কান্দি গ্রামের কালা মিয়া মল্লিকের সঙ্গে মাদারীপুরের শিবচর উপজেলার কাশেম ব্যাপারী কান্দীর জুলহাস ব্যাপারীর জমি নিয়ে বিরোধ রয়েছে। গত বুধবার বেলা ১১টার দিকে ওই জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটছিলেন কালা মিয়ার লোকজন। এ সময় জুলহাস ব্যাপারী বাধা দিলে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।


এক পর্যায়ে জুলহাস ব্যাপারীসহ তার লোকেরা শটগান দিয়ে এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে থাকেন। এ সময় ফরহাদ মল্লিকের তলপেটে ও উরুতে গুলি লাগে। চিকিৎসার জন্য জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। নিহত ফরহাদ মল্লিক উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী তাহের আলী মল্লিকের কান্দি গ্রামের তৈয়ব আলী মল্লিকের ছেলে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।