রামুতে ২০ হাজার পিছ ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৫ই জুন ২০২১ ১১:০৬ পূর্বাহ্ন
রামুতে ২০ হাজার পিছ ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের রামুতে র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ২০ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।আটককৃতরা হলো উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মৃত জামালের পুত্র সুলতান আহমদ (৩৬) ও কুতুপালং ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ছব্বির আহমদের পুত্র মোঃ ইউনুছ (৩৫)।


র‌্যাব-১৫ সূত্রে জানাগেছে (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে উখিয়া-টেকনাফ সড়কের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।আটকদের হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।


কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন।