ইন্দুরকানীতে করোনা টিকা কার্যক্রমের উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৭ই ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন
ইন্দুরকানীতে করোনা টিকা কার্যক্রমের উদ্ভোধন

ইন্দুরকানীতে একজন ডাক্তার ও কয়েক জন স্বাস্থ্যকর্মির টিকা নেয়ার মাধ্যমে করোনা টিকা কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে । সারারদেশের মত রোববার ৭ ফেব্রুয়ারি উপজেলা স্বস্থ্যকমপ্লেক্সে এই কার্যক্রমের শুভ উদ্ভোধন  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যড.এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহামামাদ আল-মুজাহিদ,


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা তৈয়বুর রহমান, ডাক্তার মাহমুদ নিয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, রুহুল আমিন বাঘা,ইন্দুরকানী থানা পুলিশের সাব ইন্সপেক্টর ফরিদ হোসেন,মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, মোশারফ হোসেন,সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, আলমগীর কবির মান্নু, আহাদুল ইসলাম শিমুল,


গাজী আবুল কালাম, কামরুল ইসলাম, রাকিবুল ইসলাম রাকিব, সহ উপজেলার বিভিন্ন এলাকার সেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মিগন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তা জানান ইন্দুরকানীতে ২৫০ ডোজ করোনা টিকার ভ্যাকসিন এসেছে যাহা ২৫০০ শত লোক কে দেয়া যাবে।


এতে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।এই টিকা ডাক্তার,স্বাস্থ্য কর্মি, পুলিশ ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ যারা করোনাকালিন সময় সহ এখনও সম্মুখে রয়েছে তারা প্রথমিক পর্যায়ে ভ্যাকসিন পাবেরন। আজ আমাদের এখানে স্বাস্থ কর্মিগন প্রথম টিকা নিচ্ছেন । আশাকরি সমস্ত শংকা কেটে যাবে সকলেই টিকা নিবেন। এপর্যন্ত আমাদের উপজেলায় টিকা নেয়ার জন্য ৪৫০জন রেজিস্ট্রেশন করেছেন ।