ওজনে কম দিয়ে জরিমানা দেয়ায়, এখন ক্রেতাকে হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৪ই ফেব্রুয়ারি ২০২১ ০৭:৩১ পূর্বাহ্ন
ওজনে কম দিয়ে জরিমানা দেয়ায়, এখন ক্রেতাকে হুমকি

ধামরাইয়ের কালামপুর বাজারে ওজনে কম দিয়ে রড বিক্রিতে ধরা পরে ম্যাজিস্ট্রেট এর কাছে জরিমানা দেয়ার ক্ষোভে ক্রেতাকে বিভিন্ন ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে মেসার্স মদিনা এন্টারপ্রাইজ এর মালিক মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে। শনিবার ( ১৩ ফেব্রুয়ারী) দুপুরের দিকে জীবনের নিরাপত্তার জন্য ধামরাই থানায় বিক্রেতা হেলাল উদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ক্রেতা মোঃ লিটন। 


এর আগে গত ১৮/০১/২০২১ তারিখে হেলাল উদ্দিনের মালিকানাধীন মেসার্স মদিনা এন্টারপ্রাইজ থেকে ১১১.১১ কেজি রড কিনে তা পুনরায় অন্য দোকানে ওজন দিলে ১০৫.৯৮০ কেজি রড পাওয়া যায়। পরে ক্রেতার অভিযোগে ম্যাজিস্ট্রেট এসে মেসার্স মদিনা এন্টারপ্রাইজে অভিযান চালালে  অভিযোগের সত্যতা পাওয়ায় হেলাল উদ্দিনকে আর্থিক জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। তার পর থেকেই অভিযোক্ত হেলাল উদ্দিন ও বাজার কমিটির সভাপতি মোঃ রবিউল করিমসহ  ক্রেতা মোঃ লিটনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। 


ভুক্তভোগী ক্রেতা মোঃ লিটন জানান, আমার কালামপুর বাজারে জানে আলম নামের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ আছে। আর বিবাদী মোঃ হেলাল উদ্দিন (৪৫) এর কাছ থেকে বিগত প্রায় ১৬ বছর ধরে রড ক্রয় করে আমি তা বিক্রি করে আসছি। বিবাদী আমার সরলতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত আমাকে ঠকিয়েছে। হেলালের দোকানে ম্যাজিস্ট্রেট নিজে এসে তার প্রমাণ পেয়েই জরিমানা করেছে। 


আরেক ক্রেতা সাইফুল ইসলাম জানান, আমি হেলাল উদ্দিনের কাছ থেকে আগে জিনিসপত্র কিনতাম। তার সভাব ভালো না৷ ওজনে কম দেয়, বাকি মাল আনলে টাকা বেশি লিখে রাখে, টাকা দিলে টাকার রশিদ দেয় না। আরো অনেক ঝামেলা করে। আমার গায়েও হাত তুলছে হেলাল উদ্দিন।  তার পর থেকে তার কাচ থেকে মাল কেনা বাদ দিয়ে দিছি। তিনি আরো বরেন আমার মত এরকম আরো ক্রেতা আছে যারা এই হেলালের কাছ থেকে ঠকেছে।


এ বিষয়ে অভিযোক্ত হেলাল উদ্দিনের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত জানান, এরকম একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।