কালিয়াকৈরে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪৫ পূর্বাহ্ন
কালিয়াকৈরে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।


নিহত শিক্ষার্থী হলেন, ফাতেমা আক্তার (১২)উপজেলার কলাবাধা এলাকার করিম আলীর মেজো মেয়ে। ফাতেমা স্থানীয় হলি মডেল পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় ফাতেমার মা-বাবা উভয় দুপুরের খাবার খেয়ে ফ্যাক্টরিতে চলে যায়।


ফাতেমার মা লিপি বেগম ৫.৩০ এ ছুটি পেয়ে বাসায় চলে আসে তার মেয়েকে আশেপাশে খুঁজে না পেয়ে পরিত্যক্ত রুমে দরজা লাগানো দেখে । পরে লোকজনক ডেকে ফাতেমার ভাই সিফাত দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে জানায়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে পেচানো অবস্থায় ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 


এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হাসান উদ দৌলাহ জানান, ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।