পাঁচবিবিতে ফলদ বৃক্ষ রোপণ করলেন জেলা পরিষদের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই জুন ২০২১ ০২:১০ অপরাহ্ন
পাঁচবিবিতে ফলদ বৃক্ষ রোপণ করলেন জেলা পরিষদের চেয়ারম্যান

“মুজিব বর্ষে” স্বাস্থ্যবিধি মেনে জয়পুরহাটের পাঁচবিবিতে ফলদ গাছের চারা রোপণ করলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর ইসলাম রকেট।আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে পাঁচবিবি ডাকবাংলো চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন তিনি।


এসময় সেখানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোহাম্মদ রফিক, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ, মহিলা সদস্য রেবেকা সুলতানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,উপজেলা আ.লীগ সিনিয়র-সহ-সভাপতি মীর রেজাউল করিম, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক ও সাবেক ছাত্রনেতা ফরহাদ আলম জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন।