বজ্রপাতে কৃষকের মৃত্যু; পরিবারকে প্রসাশনের অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: রবিবার ৪ঠা জুলাই ২০২১ ০৮:৩৫ অপরাহ্ন
বজ্রপাতে কৃষকের মৃত্যু; পরিবারকে প্রসাশনের অর্থ সহায়তা

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কোলচরি গ্রামে আজ দুপুরে ক্ষেতের পাট কেটে ফেরার সময় বজ্রপাতে রেজাউল হক সরদার(৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়।


রেজাউল উপজেলার কোলচরি গ্রামের আঃ সত্তারের ছেলে। কালকিনি উপজেলা প্রসাশন থেকে তার পরিবারকে বিশ হাজার টাকা প্রদান করা হয়।


স্বজন সুত্রে জানাযায়, কৃষক রেজাউল নিজ জমির পাট ও গরুর জন্য ঘাষ কেটে নৌকায় করে বাড়ি ফেড়ার সময় হঠাৎ বিকট শব্দ করে তার মাথার উপর বজ্রপাত হয়। এতে করে সাথে সাথে তার মাথা র্চুণ বির্চুণ হয়ে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।


পরক্ষনে প্রত্যক্ষদর্শীরা তার বাড়িতে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান নিহতর বাড়ি গিয়ে পরিবারের সবাইকে শান্তনা দেন ও  উপজেলা প্রসাশন থেকে নগত বিশ হাজার টাকা অর্থ সহায়তা  ও চাল,ডাল,আলু ,তেল ও আটা প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প অফিসার মোস্তফা কামাল, ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গেন্দু কাজী প্রমুখ।