লালপুরের ওয়ালিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১১ই জানুয়ারী ২০২২ ০৮:০৯ অপরাহ্ন
লালপুরের ওয়ালিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীসহ সকল সদস্যরা পরিষদের দায়িত্ব বুঝে নেন। 


অনুষ্ঠানে ওয়ালিয়া ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও ইউপি সচিব আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন ট্যাগ অফিসার উমিরুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফারুক হোসেন, ওয়ালিয়া ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য সুমন আহম্মেদ প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল ইউপি সদস্য, দলীয় ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।