দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল (শনিবার) সন্ধ্যায় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে (উপ-পরিদর্শক) মোঃ সালাউদ্দিন শামীম এবং (সহকারী উপ-পরিদর্শক) মোঃ মশিউর রহমান ও মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান চালিয়ে, দেবীদ্বার থানার বাগুর বাসস্ট্যান্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী বিআরটিসি বাস কাউন্টারের সামনে দিয়ে মাদক নিয়ে যাওয়ার সময়। ৪ কেজি গাঁজাসহ বরিশাল জেলার কাউনিয়া থানার ভাটিখানা ৭ নং ওয়ার্ডের মৃত করিম খাঁন'র পুত্র মোঃ এনায়েত খান (৪৫) এবং একই জেলার উজিরপুর থানার গাজিরপার ইসমাইল হাওলাদারের বাড়ির মৃত ইসমাইল হাওলাদারের পুত্র মোঃ আব্দুল মান্নান (৪৫)কে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রবিবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে সোচ্চার দেবীদ্বার থানা পুলিশ। যারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।